দেশজুড়ে

শ্রীনগরে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে র‌্যাবের অভিযানে বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ শাহিন (৩০) নামে এক যুবক গ্রেফতার হয়েছে। গত শনিবার সন্ধ্যার দিকে উপজেলার রাঢ়িখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহিন একই উপজেলার ভাগ্যকুল এলাকার মো. ফরিদের ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০’র সদস্যরা গুলিভর্তি ইউএসএ’র তৈরী একটি পিস্তলসহ শাহিনকে গ্রেফতারের পর করে শ্রীনগর থানায় হস্তান্তর করেন।

এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, রাতে শাহিনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। মামলা নং-৮। রোববার সকালে আসামীকে কোর্টে প্রেরন করা হয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button