দেশজুড়ে

নেত্রকোণায় বিশ্ব পরিবেশ দিবস ২০২২ পালিত

নেত্রকেণা প্রতিনিধিঃ “একটাই পৃথিবী: প্রকৃতির ঐকতানে টেকসই জীবন” এই স্লোগানকে ধারন করে নেত্রকোণায় বিশ্ব পরিবেশ দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (৫ জুন) সকালে নেত্রকোণা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক মনির হোসেনের সভাপতিত্বে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নেত্রকোণা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

আলোচনা সভায় অন্যদের বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোরশেদা আক্তার, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার, নেত্রকোণা পরিবশ অধিদপ্তরের সহকারী পরিচালক পারভেজ আহম্মেদ, জেলা প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খান সহ জেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ। পরে পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত শিশু চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button