জাতীয়

গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা রোববার

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আগামীকাল গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দিতে যাচ্ছে। রোববার (৫ জুন) ৩টায় আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা করা হবে। শনিবার (৪ জুন) বিইআরসি সূত্রে এ তথ্য জানা গেছে।

বিইআরসির একজন সদস্য গণমাধ্যমকে জানান, গড়ে প্রায় ১৭ থেকে ২০ ভাগের মতো দাম বৃদ্ধির চিন্তা করা হচ্ছে। আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে মাসিক বিল ৯৭৫ টাকা থেকে বাড়িয়ে ১০৮০ অথবা ১১০০ টাকার মতো হতে পারে।

এদিকে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহি চৌধুরীর সঙ্গে গ্যাসের দামের বিষয়ে দিনভর বৈঠক করেছে বিইআরসির কর্মকর্তারা। এতে আবাসিকে গ্যাসের দাম কম বাড়িয়ে দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button