দেশজুড়ে

বিরামপুরে ই-মিউটেশন ও নামজারী বিষয়ক প্রশিক্ষণ

এস এম মাসুদ রানা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহযোগিতায় এবং উপজেলা পরিষদ আইন শৃঙ্খলা কমিটির বাস্তবায়নে বিরামপুরে দুইদিন ব্যাপী ই-মিউটেশন ও নামজারী বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৪ জুন) সকাল ১০টায় বিরামপুর উপজেলা অডিটরিয়ামে দুইদিন ব্যাপী ই-মিউটেশন ও নামজারী বিষয়ক প্রশিক্ষণে শিক্ষক, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের নিয়ে প্রশিক্ষণের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার।

এতে আরো বক্তব্য রাখেন, উপজেলার ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু ও মেজবাউল ইসলাম মেজবা, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর আলম, একাডেমি সুপার ভাইজার আব্দুস সালাম, থানার উপপরিদর্শক আবু বক্কর সিদ্দিক প্রমূখ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button