‘কৃষিপণ্য প্রক্রিয়াজাত করণে বিভিন্ন প্রযুক্তির জন্য কাজ করছে সরকার’


মামুনুর রহমান, ঈশ্বরদী প্রতিনিধি (পাবনা): ঈশ্বরদীতে কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বর্তমান সরকারের লক্ষ্য হলো কৃষিকে বাণিজ্যিকীকরণ। আর এজন্য আন্তর্জাতিক বাজারেও যেতে হবে। যাতে উন্নতমানের কৃষিপণ্য উৎপাদন করে নিরাপদ হিসেবে আমরা বিদেশে রপ্তানী করতে পারি। সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। আমরা উদ্যোগ গ্রহন করব।
০২/০৬/২০২২ বৃহস্পতিবার বিকেলে পাবনার ঈশ্বরদীতে লিচু মেলা উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, ঈশ্বরদীতে লিচু, বড়ই, আমসহ বিভিন্ন অর্থকারী ফসল ভালো হয়। আমরা মনেকরি ঈশ্বরদীতে কৃষি প্রক্রিয়াজাত করণ এলাকা হিসেবে একটি ভালো অঞ্চল। এ অঞ্চলে প্রক্রিয়াজাতকরণের জন্য শিল্প কলকারখানা স্থাপন করা যেতে পারে। সেই বিষয়টি মাথায় রেখে কৃষিপণ্য প্রক্রিয়াজাত করণে বিভিন্ন প্রযুক্তির জন্য কাজ করছে সরকার। পরে তিনি বিএসআরআই প্রাঙ্গনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন।
সমাবেশে অন্যান্যদের মধ্যে পাবনা-৪ আসনের সাংসদ নূরুজ্জামান বিশ্বাসসহ অনেকে বক্তব্য দেন। এর আগে তিনি দু’দিনব্যাপি লিচু মেলার উদ্বোধন করেন মন্ত্রী। বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির উদ্যোগে আয়োজিত এ মেলায় প্রায় অর্ধশত কৃষি প্রযুক্তির স্টল স্থান পেয়েছে। এসময় মন্ত্রী স্টলগুলো ঘুরে দেখেন। এর আগে দুপুরে মন্ত্রী ঈশ্বরদীতে নওদাপাড়া গ্রামে লিচু বাগান পরিদর্শন করেন।