দেশজুড়ে

সিরাজগঞ্জে র‍্যাবের অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে ২১৫ গ্রাম হেরোইনসহ মো. হামিম হোসেন (৩৩) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১২) সদস্যরা।

বৃহস্পতিবার (২ জুন) ভোরে সলঙ্গা থানার রামারচর এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে এ অভিযান চালানো হয়। হামিম রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মাদারপুর গ্রামের সুরমানুল হকের ছেলে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার মেজর রিফাত-বিন-আসাদ।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রামারচর এলাকায় অভিযান চালিয়ে হামিম হোসেনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

জব্দকৃত হেরোইনের মূল্য ২১ লাখ টাকারও বেশি। রিফাত-বিন-আসাদ বলেন, এ ব্যাপারে মামলা দায়েরের পর আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button