দেশজুড়ে
শ্রীনগরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার


শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে অজ্ঞত যুবকের (৩২) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে শ্রীনগর স্টেডিয়াম সংলগ্ন একটি ডুমুর গাছ থেকে মরদেহটি উদ্ধার করেন শ্রীনগর থানা পুলিশ। অজ্ঞাত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।
স্থানীয়রা জানায়, স্টেডিয়াম মাঠের উত্তর পূর্ব দিকে ডুমুর গাছে সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকতে দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করেন। তারা ধারনা করা হচ্ছে অজ্ঞাত ওই যুবকটি অন্য জেলা থেকে আসা কোন শ্রমিক হতে পারে।
এ ব্যাপারে শ্রীনগর থানার ওসি (তদন্ত) মো. কামরুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। অজ্ঞাত ওই ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা অব্যাহত আছে।