দেশজুড়ে
বাগেরহাটের মোড়েলগঞ্জে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত


সুব্র ঢালী, স্টাফ রিপোর্টারঃবাগেরহাটের মোড়েলগঞ্জে পঞ্চকরণ ইউনিয়নে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ২০২২-২০২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা ঘোষণা করা হয়েছে।
উন্মুক্ত বাজেট ঘোষণা সভায় জেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও পঞ্চকরণ ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মজুমদারের সভাপতিত্বে ইউপি সচিব গৌতম বসু’র সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ২ কোটি ৭৪ লাখ, ৫৩ হাজার, ৩৬৪ টাকা ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মজুমদার।
এ সময় ইউপি সদস্য শেখ সোবাহান, মশিউর রহমান, শাহীন হাওলাদার, মহিউদ্দিন হাওলাদার, লতিফ হাওলাদার, পারভেজ হাওলাদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।