দেশজুড়ে

বাগেরহাটের চিতলমারীতে যুবকের ওপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

সুব্র ঢালী, স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটের চিতলমারীর সদর ইউনিয়নের রুইয়ারকুল এলাকার সাধন ঢালী নামে এক যুবকের ওপর বর্বরোচিত নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসি। আজ বিকাল ৪ টায় কালশিরার পাগল মার্কেটে ঘন্টাব্যাপী এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বাজার এলাকা প্রদক্ষিণ করে। এ সময় মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা টুটুল মোল্লা ও মাহমুদ শেখসহ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবী করেণ।

এ ঘটনায় আহত সাধন ঢালীর ভাই ভজন ঢালী বাদী হয়ে গতকাল রাতে চিতলমারী থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার সাথে জড়িত দুই জনকে গ্রেপ্তার করেছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button