নীলফামারীতে একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত ১২ জন

0
106

মোঃ ফরহাদ হোসাইন, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারী জেলায় দিন দিন বেড়েই চলছে করোনা রোগীর সংখ্যা। রবিবার রাত সাড়ে আটটা প্রকাশিত রির্পোটে এক চিকিৎসক ও একই পবিবারের ৬ সহ নতুন করে আরো ১২ জন করোনা পজেটিভ হয়েছে। এ নিয়ে এ জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫২ জন হলো। এরমধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, দিনাজপুর এম আব্দুর রহিম ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষা কেন্দ্রের রিপোর্টে জেলার ডিমলা উপজেলা হাসপাতালের এক নারী চিকিৎসক (২৫) জেলার জেনারেল হাসপাতালে করোনা রোগীদের আইসোলেশন ওয়াডে দায়িত্ব পালনকালে তার নমুনায় পজেটিভ হয়েছে। এ ছাড়া চিকিৎসাধীন থাকাদের মধ্যে একজন (২৫) পুনরায় পজেটিভ হয়েছে। নতুন পজেটিভ সংখ্যা ১২ জন ।

সূত্র মতে আক্রান্তদের মধ্যে জেলা সদরে ৭ জন, ডোমারে ২ জন, সৈয়দপুর ৫ মাসের শিশু ও তার মা সহ ২ জন ও ডিমলায় ১ জন।

নীলফামারী সিভিল সার্জন দপ্তর সূত্রে জানা গেছে, নীলফামারী জেলায় এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট হলো ৫২ জন। জেলার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আর হোম আইসোলেশনে রয়েছে ৫ জন। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দুইজনের।