ঘাটাইলে শিশুর অধিকার ও সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে শিশুর অধিকার ও সুরক্ষা বিষয়ক দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ১ জুন বুধবার দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন ঘাটাইল শাখা তাদের কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মুনিয়া চৌধুরী শিশু অধিকার রক্ষা ও বাল্য বিবাহ প্রতিরোধে অভিভাবক সুশীল সমাজ ও সরকারি, বেসরকারী এনজিদের এক সাথে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেণ। উপজেলা সমাজ সেবা অফিসার আসাদুল ইসলাম বলেন- সমাজ থেকে কুসংস্কার, বাল্য বিবাহ রোধে এনজিও প্রতিষ্ঠান গুলোর পাশা পাশি শিক্ষক, অভিভাবক ও স্থানীয় নেতাদের বিশেষ ভ‚মিকা পালন করতে হবে।
ওয়ার্ল্ড কনসার্ন ঘাটাইল শাখার প্রেগ্রাম অফিসার বলেন মিঃ জেমস সানি বৈরাগী তার বক্তব্য বলেন, বাল্য বিবাহ রোধ, শিশু অধিকার প্রতিষ্ঠা ও শিশুদের অংশগ্রহন নিশ্চিতকরনে শিক্ষার কোন বিকল্প নাই। তিনি দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান, নৈতিক ও সামাজিক শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন। কর্মশালা শেষে ৩৫ জন দরিদ্র শিক্ষার্থীকে এককালীন বৃত্তি প্রদান করেন। কর্মশালায় আরো বক্তব্য রাখেন ঘাটাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম, সাধুটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমূখ। কর্মশালায় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, সহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষের প্রতিনিধি অংশগ্রহণ করেন।