ঝিনাইদহে ১০০ কিশোরী প্রশিক্ষণের সাথে পেল স্বাস্থ্য ও শিক্ষা উপকরণ


ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে ১০০ কিশোরীকে প্রশিক্ষণের পাশাপাশি স্বাস্থ্য সহায়ক ও শিক্ষা উপকরণ প্রদাণ করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার এম কে মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে পল্লী উন্নয়ন বোর্ড।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের মেডিকেল অফিসার ডা: ফারজানা ইয়াসমিন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার অনুপম দাস, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা নুরুজ্জামান, মহিলা শিক্ষিকা শিবানী দেবনাথ মাঠ সংগঠক রহিমা খাতুন। আয়োজকরা জানান, ওই বিদ্যালয়ের কিশোরী ক্লাবের ১০০ সদস্যকে স য়ে উৎসাহিতকরণ এবং সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সংগঠিত করে বাল্য বিবাহ, নারী নির্যাতন, যৌতুক বিরোধী, নেতৃত্ব বিকাশ ও ইভটিজিং প্রতিরোধসহ নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদাণ করা হয়। সেই সাথে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও স্যানেটারী প্যাড বিতরণ করা হয়।