নীলফামারীতে করোনা আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু

0
91

মোঃ ফরহাদ হোসাইন, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর উপজেলা শহরের নতুন বাবুপাড়া হাজী কলোনি সংলগ্ন আমিরুজ্জামান বাবু তুষার (৫১) করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেছেন।

সূত্রে যানা যায়, তিনি উপসর্গ নিয়ে গত ৩০ জুন দিনাজপুর মেডিকেলে ভর্তি হন। ২ জুলাই দিনাজপুরেই তার নমুনা সংগ্রহ করা হয় এবং ৩ জুলাই নমুনা টেস্ট পজিটিভ আসে। আমিরুজ্জামান বাবু তুষার ৫ জুলাই রবিবার মৃত্যু বরণ করেন।

দিনাজপুর কোয়ান্টাম ফাউন্ডেশন মৃত ব্যক্তিকে দিনাজপুর থেকে গোসল, কাফন করে সরাসরি সৈয়দপুর হাতিখানা কবরস্থানে নিয়ে আসে। পরে দুপুর ১টায় জানাজা শেষে মরহুমকে হাতিখানা কবরস্থানে দাফন করা হয়।

জানা যায়, মরহুম আমিরুজ্জামান বাবু তুষারের দুটি ছোট ছেলে সন্তান আছে। শনিবার দিনাজপুর মেডিক্যাল থেকে বার বার ছোট সন্তানকে দেখতে চাচ্ছিল। দুপুর ২ টার সময় ফোন করে বলল, আমার শ্বাস কষ্ট হচ্ছিল এখন ভাল লাগতেছে। পরে কখন তার মৃত্যু হয়েছে কেউ বুঝতে পারেনি। রোগীর সাথে কেউই ছিল না।

সৈয়দপুর উপজেলায় করোনায় মোট আক্রান্ত ৬৪ জন, সুস্থ ৪৩ জন এবং মৃত্যু ৩ জন।