দেশজুড়ে
মাগুরায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে


মতিন রহমান, মাগুরা প্রতিনিধি: মাগুরা-নড়াইল সড়কের শত্রুজিৎপুর পুলিশ ক্যাম্পের পাশে বিসমিল্লাহ নামের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসটি বুধবার সকালে গঙ্গারামপুর থেকে মাগুরা শহরে আসার পথে যাত্রী সহ সকালে সাড়ে দশটার দিকে পুলিশ ক্যাম্প পার করে আসা মাত্রই নিয়ন্ত্রণ হারায়।
এঘটনায় কেউ হতাহত হয়নি। তবে যাত্রীদের দাবী, বেপরোয়া গাড়ি চালানোর কারণে এই দূর্ঘটনা ঘটেছে।
স্থানীয় ও যাত্রীরা জানান, এই সড়কে চালকদের বেপরোয়া গতি নিয়ে গাড়ি চালানোর কারণে প্রায়ই এমন দূর্ঘটনা ঘটে। এজন্য তারা চালকদের সঠিকভাবে প্রশিক্ষণ ও সচেতনতার দাবি জানান।