জাতীয়

৪ থেকে ১০ জুন বুস্টার ডোজ উদযাপন সপ্তাহ ঘোষণা

চলতি বছরের ৪ থেকে ১০ জুন পর্যন্ত দেশব্যাপী করোনা টিকার বুস্টার ডোজ উদযাপন সপ্তাহ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে ১৮ বছর ও তদুর্ধ্ব সকলকে বুস্টার ডোজ গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, এই ক্যাম্পেইনের আওতায় ১৮ বছর ও তদুর্ধ্ব সকলে দ্বিতীয় ডোজ গ্রহণের ৪ মাস পার হলে তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন। এই সাতদিনের (৪ থেকে ১০ জুন) যেকোনো দিন আপনার নিকটবর্তী টিকাকেন্দ্রে গিয়ে ভ্যাকসিনের তৃতীয় বা বুস্টার ডোজ গ্রহণ করা যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসাথে কোভিড ভ্যাকসিন দেয়ার স্বাভাবিক কার্যক্রমও চলমান থাকবে।

ফেসবুক পোস্টে আরও বলা হয়, সকল টিকাকেন্দ্রে সকাল ৯টা থেকে ভ্যাকসিন প্রদান করা শুরু হবে। ভ্যাকসিন গ্রহণের জন্য অবশ্যই টিকা কার্ড সঙ্গে নিয়ে যেতে হবে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button