গাইবান্ধায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বার্ষিকী পালিত


ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদৎ বার্ষিকী পালন উপলক্ষে সোমবার (৩০ মে) গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, শহীদ জিয়ার প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন শহীদুজ্জামান শহীদ, আব্দুস সামাদ, মো. ইলিয়াস হোসেন, অধ্যাপক ডা. জিয়াউল ইসলাম জিয়া, মোর্শেদ হাবীব সোহেল, খলিলুর রহমান খলিল, নুরুল আজাদ মন্ডল, আলমগীর সাদুল্যা দুদু, ডা. আসাদুজ্জামান সাজু, কামরুল হাসান সেলিম, অ্যাড. মঞ্জুর মোর্শেদ বাবু, আনিছুর রহমান নাদিম, অধ্যাপক আমিনুল ইসলাম, অ্যাড. মিজানুর রহমান, হুনান হক্কানী, মকসুদুর রহমান চৌধুরী, খান মো. কাউসার ওয়াহিদ সুজন, মোস্তাক আহমেদ মোস্তাক, ফরিদা ইয়াসমিন শোভা, শফিকুল ইসলাম রুবেল, শামীম আহমেদ পলাশ প্রমুখ। শেষে দোয়া পরিচালনা করেন মুফতি রুহুল আমিন ঈশা।