ফুলবাড়ীতে নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ৬টি ইউনিয়নে কৃষি উপকরণ বিতরণ

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী প্রতিনিধি: ফুলবাড়ীতে নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এনডিএফ) এর আয়োজনে ৬টি ইউনিয়নে কৃষি উপকরণ অটো স্প্রেয়ার মেশিন বিতরণ।
সোমবার বিকেল সাড়ে ৩টায় ফুলবাড়ী উপজেলার সুজাপুরস্থ নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এনডিএফ) এর আয়োজনে ও উপজেলা আদিবাসী ফেডারেশনের সভাপতি মি. যোগেন টুডুর সভাপতিত্বে উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও কৃষি উপকরণ বিতরণ করেন ফুলবাড়ী উপজেলার নিবাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এনডিএফ) এর প্রশিক্ষণ কর্মকর্তা দিনাজপুরের মোঃ সামিউল সরকার ও ফুলবাড়ী এনডিএফ এর উপজেলা ম্যানেজার নিকানুর বাস্কে। আয়োজনে ছিলেন নর্দান ডেভেলপমেন্ট (এনডিএফ) ফুলবাড়ী।
এ সময় প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ ও এনডিএফ এনজিওর সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।