শাহজাদপুরে নৌকার বিদ্রোহী প্রার্থীসহ ৪ আওয়ামী লীগ নেতা বহিষ্কার


মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিদ্রোহী প্রার্থীসহ ৪ আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (৩০ মে) সকালে এতথ্য নিশ্চিত করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হামিদ লাবলু।
বহিষ্কৃতরা হলেন, বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুল আউয়াল বাবলু, সোনাতনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম কিবরিয়া সজীব, সহ-সভাপতি এবং দপ্তর সম্পাদক আবু ইউছুফ এবং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. গোলাম মোর্তূজ।
শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হামিদ লাবলু জানান, দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় আব্দুল আউয়াল বাবলু এবং নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ তিন জনকে গঠনতন্ত্রের ৪৭(ঠ) ধারা মোতাবেক বহিষ্কার করা হয়েছে।
প্রসঙ্গত, আগামী ১৫ জুন শাহজাদপুর উপজেলার ১১নং সোনাতনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।