নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু


মোঃ ফরহাদ হোসাইন, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহাগ ইসলাম বাবু (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার ভাতিজি সাথি।
আজ সোমবার (৩০ মে) সকাল ৯ টার দিকে ডিমলা-নীলফামারী সড়কের সর্দারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবু ডিমলা সদর ইউনিয়নের আব্দুল হামিদের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে ডিমলা থেকে আনিতা নামের একটি বাস ঢাকার উদ্দেশে যাচ্ছিল। এ সময় ডিমলার উদ্দেশে যাওয়া একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সোহাগ। এ সময় নিহত সোহাগের ভাতিজি সাথী গুরুতর আহত হয়। আহত শিশু সাথী আক্তারকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ডিমলা থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায় সত্যতা নিশ্চিত করে জানান, ডিমলা-নীলফামারী সড়কের সর্দারহাট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলে মারা যান চাচা বাবু এবং আহত হয় তার ভাতিজি সাথি। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।