কালীগঞ্জে মাইক্রো/প্রাইভেট কার চালক সমিতির নব-নির্বাচিতদের শপথ গ্রহণ


মানিক ঘোষ, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা মাইক্রো/প্রাইভেট কার চালক সমিতির (কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর মটর শ্রমিক ইউনিয়নের অন্তভূক্ত) ত্রি-বার্ষিক নির্বাচনে নব-নির্বাচিতদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১২টার সময় সমিতির অস্থায়ী কার্যালয়ে মাইক্রো/প্রাইভেট কার চালক সমিতির আয়োজনে শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সমিতির সভাপতি মিজানুর রহমান মিন্টুর সভাপতিত্বে শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার নব-নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান। উক্ত অনুষ্ঠানের সভাপতিত হিসেবে উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা শপথ বাক্য পাঠ করান।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ, কালীগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি খলিলুর রহমান, সাধারন সম্পাদক ইমরুল লাইচ চৌধুরী, সহসভাপতি ফরিদুল ইসলাম, কোটচাঁদপুর ও মহেশপুর মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি শরিফুল ইসলাম, সাধারন সম্পাদক রজব আলী মন্টু প্রমূখ।
৫ সদস্য বিশিষ্ট এই সমিতির নব-নির্বাচিতরা হলেন-সভাপতি মিজানুর রহমান মিন্টু, সাধারন সম্পাদক জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন সোহাগ, সড়ক সম্পাদক হাসানুর রহমান হাসান, কোষাধ্যক্ষ টিপু সুলতান।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আনার বলেন, এবার আপনারা যারা এই সমিতির নেতৃত্বে নির্বাচিত হয়েছেন তারা যেন অবশ্যই সকল নিয়ম কানুন মেনে সমিতির সকল সদস্যের ঐক্যমতে সকল প্রকার সিদ্ধান্ত গ্রহন করবেন। সমিতির কোন সদস্য যদি বিপদে পড়ে তাকে অবশ্যই সকলে মিলে সহযোগীতা করবেন। আমি আগের মতো আপনাদের পাশে আছি এবং থাকবো।