কর্মীদের বেতন বাড়াচ্ছে অ্যাপল


কোভিড পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রে যখন শ্রম বাজারে কঠিন সময় পার করছে ঠিক তখন কর্মীদের জন্য সুখবর দিলো অ্যাপেল। সংস্থাটি বুধবার জানিয়েছে, চলমান বছরের শেষের দিকে কর্মীদের বেতন বাড়াবে তারা। কর্মচারীরা বর্ধিত মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে লড়াই করার সময় এই পদক্ষেপটি আসে অ্যাপেলের পক্ষ হতে।
গুগল, অ্যামাজন এবং মাইক্রোসফ্ট সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রতিভা ধরে রাখতে এবং আকর্ষণ করার জন্য কর্মীদের আরও বেশি অর্থ প্রদানের জন্য তাদের ক্ষতিপূরণ কাঠামোতে পরিবর্তন করার পর পরেই অ্যাপল এই পদক্ষেপ নিয়েছে।
অ্যাপলের একজন প্রতিনিধি বলেছেন, “এই বছর আমাদের বার্ষিক কর্মক্ষমতা পর্যালোচনা প্রক্রিয়ার অংশ হিসাবে আমরা আমাদের সামগ্রিক ক্ষতিপূরণ বাজেট বৃদ্ধি করছি।”
প্রতিষ্ঠানটি ইতোমধ্যে অ্যাপলের পক্ষ থেকে বেশকিছু কর্মীকে মেইল করে জানিয়েছে, তাদের বার্ষিক রিভিউ প্রক্রিয়া এগিয়ে আনা হয়েছে। নির্দিষ্ট সময়ের প্রায় ৩ মাস আগেই সেই সব কর্মীর পারফরম্যান্স রিভিউ হবে। জুলাই থেকেই তাদের বেতন বৃদ্ধি করা হবে।
সূত্রঃ সিএনবিসি