ঢাকায় পৌঁছেছে গাফফার চৌধুরীর মরদেহ


যুক্তরাজ্য থেকে দেশে আনা হয়েছে বিশিষ্ট সাংবাদিক, গীতিকার, কলাম লেখক ও সাহিত্যিক আবদুল গাফফার চৌধুরীর মরদেহ। লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের সার্বিক তত্ত্বাবধানে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটে আনা হয় তার মরদেহ।
শনিবার (২৮ মে) বেলা ১১টা ১০ মিনিটে ঢাকায় এসে পৌঁছায় গাফফার চৌধুরীর মরদেহ।
শুক্রবার (২৭ মে) বাংলাদেশ সময় রাত ১২টার দিকে গাফফার চৌধুরীর মরদেহ দেশের উদ্দেশে রওনা হয়। ফ্লাইটে তার পরিবারের সদস্যরাও ছিলেন।
ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গাফফার চৌধুরীর মরদেহ গ্রহণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাফফার চৌধুরীর মরদেহ শনিবার দুপুর ১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে রাখা হবে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য।
বিকাল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ বিকাল ৪টার দিকে জাতীয় প্রেস ক্লাবে নিয়ে যাওয়া হবে।
সাড়ে ৪টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে নেওয়া হবে গাফফার চৌধুরীর মরদেহ। বিকেল সাড়ে ৫টার দিকে তাকে সমাহিত করা হবে।
আবদুল গাফফার চৌধুরীর শেষকৃত্য সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থার সঙ্গে কাজে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জাতীয় প্রেস ক্লাব সার্বিক সহযোগিতা দিচ্ছে।
মহান একুশের অমর সংগীতের রচয়িতা আবদুল গাফফার চৌধুরী গত ১৯ মে লন্ডনের বার্নেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৮৮ বছর।