দেশজুড়ে
র্যাবের অভিযানে ফেন্সিডিলসহ ১ জন আটক


ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১৪৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মো. রকিব (৫৫) নামে একজনকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (২৬ মে) দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার দাইপুুকুরিয়া ইউনিয়নের গাজিপুর এলাকায় এ অভিযান চালায় র্যাব সদস্যরা। আটককৃত ব্যক্তি জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের মো. আলতাব হোসেনের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এর নেতৃত্বে র্যাবের একটি দল বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১ টার দিকে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের গাজীপুর গ্রামের গেদু মোড়স্থ কালামের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ রকিবকে ব্যক্তিকে আটক করে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।