মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ির কামারখাড়া-হাসাইলের যোগাযোগ বিছিন্ন

0
80

আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ :  মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় পদ্মার পানি ও তীব্র স্রোতের কারনে হাসাইল-কামারখাড়া যাতায়াতের প্রধান সড়কের ভাঙ্গনীয়া কবরস্থানের সামনে কিছু অংশ ভেঙ্গে গেছে। কামারখাড়া-হাসাইলের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে। চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসী ও চলাচলকারী পথচারীদের। এছাড়াও ভাঙ্গনের কারনে ভাঙ্গনীয়া কবরস্থানটি বিলীণ হওয়ার ঝুঁকিতে রয়েছে।

সরজমিনে গিয়ে দেখা যায়, পদ্মার পানি নিস্কাশনের জন্য সড়কটির যেখানে ব্যবস্থা ছিল। তীব্র স্রোতের কারনে সেই স্থানটিতে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলেন, তীব্র স্রোতের কারনে শনিবার রাতে রাস্তাটি ভেঙ্গে গেছে। রাস্তা দ্রুত সংস্কারের ব্যবস্থা না করলে কবরস্থানটিও রক্ষা করা যাবে না।

রবিবার সকালে টঙ্গীবাড়ি উপজেলা চেয়ারম্যান জগলুল হায়দার ভুতু, উপজেলা নির্বাহী অফিসার হাসিনা আক্তার ও কামারখাড়া ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন হালদার ক্ষতিগ্রস্থ স্থান পরিদর্শন করেন। এ বিষয়ে টঙ্গীবাড়ি উপজেলা কর্মকর্তা হাসিনা আক্তার জানান, রাস্তাটি দ্রুত মেরামতের ব্যবস্থা গ্রহন করা হয়েছে।