ক্যান্সারে আক্রান্ত রেদোয়ানের পাশে “ঈশ্বরগঞ্জ পরিবার “


মোঃ ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামের কৃষক মজিবুর রহমানের ৬ বছর বয়সী ছেলে রেদোয়ান দুরারোগ্য ব্লাড ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসা সহায়তার জন্য “ঈশ্বরগঞ্জ পরিবার” (ফেসবুক গ্রুপ) নামে সংগঠনের পক্ষ থেকে প্রায় অর্ধ লক্ষ টাকা হস্তান্তর করা হয়েছে।
বুধবার (২৫ মে) বিকাল ৩.৩০ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার আক্রান্ত রেদোয়ানের কৃষক পিতা মজিবুর রহমানের হাতে “ঈশ্বরগঞ্জ পরিবার” পক্ষে ওই টাকা হস্তান্তর করেন গ্রুপের এডমিন মডারেটররা।
ঈশ্বরগঞ্জ পরিবারের এডমিন রাজিব আলামিন বলেন, রেদোয়ানের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে ঈশ্বরগঞ্জ পরিবারের সদস্যরা যেভাবে এগিয়ে এসেছেন তা দেখে আবারো মনে পড়লো মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।
তিনি আরো বলেন, রেদোয়ান অল্প বয়সে মরনব্যাধি ব্ল্যাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তাঁর চিকিৎসা চলছে। আল্লাহর কাছে দোয়া করছি যাতে তাঁর রোগমুক্তি হয়। তাঁর অসহায় কৃষক বাবার পক্ষে ক্যান্সারের ব্যয়বহুল চিকিৎসা চালানো সম্ভব না। সেজন্য আমরা এগিয়ে এসেছি। এভাবে যদি সবাই সামান্য অবদান রাখে তাহলে রেদোয়ান সুষ্ঠু চিকিৎসা শেষে তাঁর স্বাভাবিক জীবন ফিরে পাবে ইনশাল্লাহ।