ধামরাই পৌরসভায় জনশুনানি ও গৃহগণনা-২০২২ উপলক্ষে সভা অনুষ্ঠিত

0
87

রনজিত কুমার পাল (বাবু), ঢাকা জেলা প্রতিনিধি: জনশুমারিতে তথ্য দিন পরিকল্পিত উন্নয়নে অংশ নিন- মূল প্রতিপাদ্য করে আগামি ১৫-২১জুন/২০২২ সারা দেশব্যাপী জনশুমারি ও গৃহ গনণা শুরু হবে এরই ধারাবাহিকতায় ধামরাই পৌরসভা জনশুমারি কমিটির সভা সোমবার (২৪শে মে) পৌরসভার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন ধামরাই পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম কবির মোল্লা।

এ’সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য শফিক আনোয়ার গুলশান, মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজ ও বিশ্ববিদ্যালয় সাবেক অধ্যক্ষ অধ্যাপক আবু-বকর সিদ্দিক,জনশুমারি ও গৃহগণনা-২০২২ এর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিনিধিগন,পৌরসভার সচিব,পৌর কাউন্সিলরবৃন্দ,সুধীজন ও বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।

সভায় আলোচকরা জনশুমারি ও গৃহগণনা-২০২২ এর প্রধান উদ্দেশ্য সমূহ তুলে ধরেন –
* দেশের প্রতিটি থানা ও থানার সদস্যগনকে গণনা করে দেশের মোট জনসংখ্যার হিসাব নিরুপন করা
*দেশের সকল বসত ঘর, গুহের সংখ্যা নিরুপন
* দেশের সার্বিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে তথ্য সংগ্রহ
* স্হানীয় ও জাতীয় নির্বাচনে নির্বাচনী এলাকা নির্ধারণের জন্য তথ্য সরবরাহ এবং
জাতীয় সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করার লক্ষ্যে তথ্য সরবরাহ করা।
কারা গণনায় অন্তর্ভুক্ত হবেন-
* শুমারি রাতে (১৪ জুন ২০২২ দিবাগত রাত ১২টা) দেশে অবস্হানরত সকল দেশি ও বিদেশি নাগরিক।
* ছয় মাসের কম সময়ের জন্য সাময়িক ভাবে বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশি নাগরিক।