দেশজুড়ে

মানিকগঞ্জে ১৯ বছর পর জেলা সেচ্ছাসেবক লীগের কমিটি গঠন, সভাপতি আবু বক্কর সিদ্দিক

মোহাম্মদ জহিরুল ইসলাম : দীর্ঘ ১৯ বছরের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মানিকগঞ্জ জেলা সেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়েছে।

নতুন এ কমিটিতে এ্যাড: আবু বক্কর সিদ্দিক খান তুষারকে সভাপতি ও আবুল বাশারকে সাধারণ সম্পাদক করে তিন বছরের জন্য জেলা কমিটি দেয়া হয়েছে।

সোমবার (২৩ মে) কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আবজালুর রহমান বাবুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। এবং আগামী একমাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

জেলা সেচ্ছাসেবক লীগের নব কমিটির সাধারণ সম্পাদক আবুল বাশার বলেন, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে দলের দুঃসময়ের ত্যাগী স্বচ্ছ মেধাবী সাবেক ছাত্রলীগের নেতৃবৃন্দদের নিয়ে জেলা কমিটি গঠন করা হবে।

উল্লেখ্য, ২০০৩ সালে গঠিত জেলা সেচ্ছাসেবক লীগের কমিটি দেড়যুগ পার করার পর ১৯ বছর পর নতুন সেচ্ছাসেবক লীগের কমিটি পেল মানিকগঞ্জ। নতুন এ কমিটি পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা বার্তার ঝড় তুলেছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button