খুলনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি

0
76

আহছানুল আমীন জর্জ, খুলনা : ০৫ জুলাই ২০২০ রবিবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সার্বিক নির্দেশনায় খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব শিকদার শাহীনুর আলম -এর নেতৃত্বে আড়ংঘাটা থানাধীন রায়েরমহল বাজারে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায় শুভ হেলথ সেন্টারকে ৪০০০/-, ও আব্দুল মজিদ হেলথ সেন্টারকে ৩০০০/- এবং আড়ংঘাটা বাজারে মেয়াদ উত্তীর্ণ পানীয় রাখায় নিরিবিলি স্টোরকে প্রশাসনিক ব্যবস্থায় ১০০০/- জরিমানা করা হয়।

ঔষধসহ নিত্য প্রয়োজনীয় পন্যের দোকান তদারকি করে সঠিক দামে বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয় না করা, ক্রয় রশিদ সংরক্ষণ, মূল্যতালিকা যথাযথভাবে প্রর্দশন করাসহ সকলকে সামাজিক দূরত্ব বজায় রাখা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মেনে ব্যবসা পরিচালনা করার অনুরোধ করা হয়।
অভিযানে সহযোগিতা করেন আড়ংঘাটা থানা পুলিশ। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে জানা গেছে।