সদরঘাটে লঞ্চের ঢেউয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

0
87

রাজধানীর সদরঘাটের বাদামতলীর লঞ্চ ঘাটে এবার লঞ্চের ঢেউয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এই ঘটনায় এক যাত্রী নিখোঁজ রয়েছেন বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে নৌকাটি ডুবে যায় বলে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদরঘাটের স্টেশন অফিসার মালেক মোল্লা এনটিভি অনলাইনকে জানিয়েছেন।

মালেক মোল্লা বলেন, ‘দক্ষিণ কেরানীগঞ্জ থেকে বুড়িগঙ্গা নদীর পূর্ব পাশে আসছিল একটি নৌকা। এদিকে বাদামতলী ঘাট থেকে এমভি মিরাজ-৬ নামের একটি লঞ্চ ঢাকা থেকে গজারিয়ার দিকে ছেড়ে যাচ্ছিল। মাত্রই ছেড়েছিল লঞ্চটি। লঞ্চটি ছাড়ার পর ঢেউ তৈরি হয়। সেই ঢেউয়ে নৌকাটি ডুবে যায়।’

মালেক মোল্লা বলেন, ‘বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। যদিও আমরা খবর পাই দুপুর ২টার সময়। তারপর থেকে আমরা উদ্ধার অভিযান চালাচ্ছি। ডুবে যাওয়া নৌকাটিতে মাঝিসহ মোট সাতজন ছিলেন, যারা নদী পার হচ্ছিলেন। এদের মধ্যে একজনকে পাওয়া যাচ্ছে না। এ ছাড়া বাকি ছয়জনকে পাওয়া গেছে। নৌকাটিও পাওয়া গেছে। এখন আমরা নিখোঁজ হওয়া একজনকে খুঁজছি। ফায়ার সার্ভিসের দুজন ডুবুরি ও বিআইডব্লিউটিএর একজন ডুবুরি মিলে নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পেতে কাজ করছে।’

গত ২৯ জুন বুড়িগঙ্গায় ময়ূর-২ নামের লঞ্চের ধাক্কায় মর্নিং বার্ড নামের একটি লঞ্চ ডুবে যায়। এ ঘটনায় ৩৬ জনের মৃত্যু হয়। সেই লঞ্চডুবির তদন্ত প্রতিবেদন প্রকাশ হওয়ার কথা রয়েছে আগামীকাল সোমবার।

সুত্রঃএনটিভি