ছায়া’রথী

0
152

ছায়া’রথী
-ফারাবী আমিন

সাদা রঙের উপবৃত্তে করে পাঠানো
স্রেফ কয়েক গোছা বর্ণ-বার্তা পড়ে
আমায় তুমি কী জানবে ছায়া’রথী!

আমাকে জানতে হলে তোমায়
জীর্ণ হাত ধরে মেউমেউ উদাসীনতার সমুদ্রে -অন্তত হাটু ভেজাতে হবে।
স্বপ্নবাজ বাতাসের দিক চেখে
শিখতে হবে অপরাজেয় প্লাবনের ভাষা।
পুলকিত কবিতার গর্তে লুকানো প্রেম খুঁজে-তুলে এনে সাবানের মত গায়ে মাখাতে হবে -স্বার্থহীন জ্যোৎস্নায় ডুব দিয়ে।

এরপর যখন জেনে যাবে,
বুঝে ফেলবে- তুমি হাসলে আমি হাসি,
তোমার দৃষ্টি আমার জন্য পরম সর্বনাশী;
তখন বুক পকেটের কোণায় উবু’ হয়ে পড়ে থাকা অন্তঃপুরের চাবিটা বের করে দিয়ে বলবো,
এই নেও ‘রথী, চলে এসো ভেতরে।