ধামরাইয়ে সুতিপাড়া ইউপি নির্বাচনের প্রার্থীরা উৎসবমুখর আনন্দঘন পরিবেশে মনোনয়ন পত্র জমা

0
100

রনজিত কুমার পাল (বাবু),ঢাকা জেলা প্রতিনিধি: সারাদেশে ইউনিয়ন পরিষদের নবম ধাপের নির্বাচনের অংশ হিসেবে ঢাকা জেলার ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ১৫ই জুন ২০২২ অনুষ্ঠিত হবে। ধামরাই উপজেলা’র ১৬টি ইউনিয়নের মধ্যে ১৫টি ইউনিয়নে ইতিপূর্বে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মামলা জনিত জটিলতায় সূত্রিপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ৯ মাসের জন্য পিছিয়ে যায়।

ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষদিন ১৭ই মে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে জমা দিয়েছেন।এ’চেয়ারম্যান ও মেম্বার প্রার্থী সহ সকলের সমর্থকদের মধ্যে উৎসবমুখর আনন্দঘন ও খুবই উৎফুল্ল ভাব পরিলক্ষিত হয়েছে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এরমধ্যে ৯ জন চেয়ারম্যান পদে নির্বাচন করবে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়েছেন নৌকা প্রতীকে বর্তমান চেয়ারম্যান রেজাউল করিম রাজা, ইসলামী আন্দোলনের প্রার্থী মোঃ নুরুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান রমিজুর রহমান রোমা, তানভীর আহমেদ তুহিন, কালামপুর বণিক সমিতির সভাপতি রবিউল করিম রুবেল, সালেহ আকরাম চৌধুরী,সোহেল হায়দার চৌধুরী(কবির), মোঃ রফিজুর রহমান চৌধুরী প্রমূখ।

এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার আয়েশা আক্তার বলেন, ধামরাইয়ের সূতিপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ই জুন। সকল প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন ১৭ই জুন মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ পর্যন্ত। তিনি আরো বলেন, সূতিপাড়া ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৬’শ ৯৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১২৩৫৮, মহিলা ভোটার- ১৩৩৩৫ জন। চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ৯ জন, মেম্বার পদে নারী মেম্বার প্রার্থী ও পুরুষ মেম্বার প্রার্থী সব মিলিয়ে ৬৯ জন। যাচাই বাছাই শেষে মনোনয়ন প্রত্যাশীদের সরকারি ভাবে বৈধ প্রার্থীতা ঘোষণা দেয়া হবে।