বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ব্রি ধান ৮৯-এর মাঠ দিবস

0
197

ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) সিরাজগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে কৃষকদের নিয়ে ব্রি ধান ৮৯ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মে) বিকেল ৪ টার দিকে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের কুটির চর এলাকায় কৃষকদের নিয়ে বোরো মৌসুমে ব্রি উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাত ব্রি ধান ৮৯ – এর নমুনা শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) সিরাজগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান সাইদী রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) গাজীপুর এর রোগতত্ত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মোহাম্মদ হেসেন।

বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) সিরাজগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা এস এম এম শাহরিয়ার তন্ময়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) সিরাজগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা সামিয়া লুৎফা হাসান।

শতাধিক কৃষকদের উপস্থিতিতে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় ডা. মোহাম্মদ হেসেন বলেন, ব্রি ধান৮৯ চাষের বেশ কিছু সুবিধা রয়েছে। এই ধানে রোগ বালাই কম হয়। পোকার আক্রমণও কম হয়। ব্রি ধান২৯ এর তুলনায় সাত থেকে দশ দিন আগে পেকে যায়। ফলন বিঘায় ৫ থেকে ৭ মণ বেশি হয়ে থাকে। কৃষকদের ব্রি ধান২৯ এর পরিবর্তে ব্রি ধান৮৯ চাষ করার পরামর্শ দেন এছাড়াও কৃষকদের ধান চাষে বিভিন্ন সমস্য সমাধানের বিষয়ে কৃষকদের সাথে কথা বলেন।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) সিরাজগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান সাইদী রহমান বলেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) কর্তৃক উদ্ভাবিত ব্রি ধান৮৯ দেশের অন্যতম অধিক ফলনশীল জাত। সদ্য শেষ হওয়া বোরো মৌসুমে ঝড়-বৃষ্টি মোকাবিলার মধ্য দিয়ে চাষিদের আস্থা অর্জন করেছে। ব্রি ধান২৯ এর থেকে ব্রি ধান৮৯ চাষে বেশ সুবিধা ও ফলন বেশি হয়। ধানের কোন রোগ হলে কি প্রয়োগ করতে হবে সে বিষয়ে কথা বলেন।

অনুষ্ঠান শেষে উপজেলার কুটিরচর গ্রামের কৃষক আশরাফুল ইসলামের প্রদর্শনী প্লটের ব্রি-৮৯ ধান আগত চাষীদের দেখানো হয় এবং প্রদর্শনী প্লটের ধান নমুনা কর্তন করে ঝাড়াই-মাড়াই শেষে হেক্টরপ্রতি ৮.৪৩ মেট্রিক টন ফলন রেকর্ড করা হয়।