জামালপুরে আরও ৩৩ জনের করোনা শনাক্ত, সর্বমোট শনাক্ত ৬৩১জন

0
101

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: ৫ জুলাই ২০২০ জামালপুর জেলা সর্বশেষ প্রতিবেদনে আরও ৩৩জন কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। জেলা স্বাস্থ্য প্রশাসন এ খবর নিশ্চিত করেছে। এর মধ্যে জামালপুর সদর উপজেলায় ২৩ জন সরিষাবাড়ী ৫, ইসলামপুর ৫জন।

জেলায় সর্বমোট সংক্রমণ শনাক্ত ৬৩১ জন । তন্মধ্যে জামালপুর সদর উপজেলায় ২৩৭জন, মেলান্দহ ৭৯, মাদারগঞ্জ ৪২, ইসলামপুর ১১৫, সরিষাবাড়ী ৬৪, দেওয়ানগঞ্জ ৩৬, বকশীগঞ্জ ৫৮)।

সর্বশেষ সুস্থ ১৯১ জন, সর্বমোট সুস্থ ৪২৯ জন (সদর ১৪৬, মেলান্দহ ৬৯, মাদারগঞ্জ ২৭, ইসলামপুর ৭২, সরিষাবাড়ী ৩৮, দেওয়ানগঞ্জ ৩০, বকশীগঞ্জ ৪৭)। উল্লেখ্য যে, উপজেলা পর্যায়ে হোম আইসোলেশনে চিকিৎসাধীন হইতে সুস্থ রোগীদের সংখ্যা আপডেট করা হয়েছে।

সর্বমোট মৃত্যু ৯ জন (চিকিৎসাধীন ৫ জন – দেওয়ানগঞ্জ ১, মেলান্দহ ২, সরিষাবাড়ী ১ ও মাদারগঞ্জ ১, মৃতের নমুনায় ৪ জন – ইসলামপুর ২, মেলান্দহ ১, বকশীগঞ্জ ১জন সর্বশেষ রেফার্ড ১ (এসকে হাসপাতাল), মোট রেফার্ড ৭ জন (সুস্থ হয়েছে- ৬ জন)।

সর্বশেষ নমুনা সংগ্রহ ১৭৮ টি, মোট নমুনা সংগ্রহ ৬৮৮৮ টি। বর্তমানে কোন নমুনা পরীক্ষা পেন্ডিং নাই। কোভিড-১৯ দ্রুত শনাক্তে সন্দেহজনক সকলকে সরকারী বিধিমালা মেনে স্ব স্ব উপজেলা স্বাস্থ্য কার্যালয়ের নিদিষ্ট বুথে নমুনা প্রদানে আহবান করা হলো।

সর্বশেষ জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষা ১৭৮ টি। সর্বশেষ মোট নমুনা পরীক্ষা ১৭৮ টি। বর্তমানে হাসপাতাল আইসোলেশনে চিকিৎসাধীন ২৭, ছাড়পত্র ১৬৮। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন , ছাড়পত্র ২৫২। মোট হোম কোয়ারান্টাইন ১৭৫৬, মোট ছাড়পত্র ১৫৭৫, বর্তমানে মোট অবস্থান ১৮১।