রাজশাহীতে তেলের সাথে পণ্য কিনতে বাধ্য করায় জরিমানা

0
193

রাজশাহী: রাজশাহীতে সয়াবিন তেলের সাথে অন্যান্য পণ্য ক্রয় করতে বাধ্য করায় দুই ডিলারের ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে তাদের জরিমানা করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক হাসান আল মারুফ জানান, বর্তমান দেশে চলমান অবৈধভাবে ভোজ্য তেল মজুদ, উচ্চ মূল্যে বিক্রি ও অসাধু উপায়ে বিক্রি রোধে অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসন। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে নগরীর ভদ্রা বউ বাজারে অভিযান পরিচালনা করা হয়।

এই সময় সয়াবিন তেলের সাথে অন্যান্য পণ্য ক্রয় করতে বাধ্য করায় তেলের পাইকারি ব্যবসায়ী ও ডিলার রাব্বি স্টোরকে ৫ হাজার টাকা ও তালাইমারি এলাকায় মেসার্স আব্দুল কাইয়ুমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক হাসান আল মারুফ জানান।