ঈশ্বরদীতে আদম ব্যবসায়ী গ্রেপ্তার

0
144

মামুনুর রহমান,ঈশ্বরদী,পাবনা: সৌদি আরবে চাকরির প্রলোভনে অর্থ আত্মসাতের অভিযোগে ঈশ্বরদীতে হাবিবুর রহমান বাচ্চু নামে এক আদম ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত দেড়টার দিকে উপজেলার ভাড়ইমারী এলাকায় ওই আদম ব্যবসায়ীর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, সৌদি আরবে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে আদম ব্যবসায়ী হাবিবুর রহমান বাচ্চু ও প্রদীপ নামে দুই ব্যক্তির বিরুদ্ধে অর্থ

আত্মসাতের অভিযোগ করে ভুক্তভোগীরা। পরে ওই আদম ব্যবসায়ীদের বাড়িতে অভিযান চালিয়ে হাবিবুর রহমান বাচ্চুকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।  পরে বৃহস্পতিবার দুপুরে ওই আদম ব্যবসায়ীকে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

ভুক্তভোগীরা জানান, গ্রেফতারকৃত বাচ্চুর ছোট ভাই প্রদীপ বিদেশে থাকার সুযোগে এলাকার সহজ-সরল যুবকদের ভালো বেতনে চাকরির প্রলোভনে প্রতারণা করে দুই ভাই হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা।