হিজলার চারাঞ্চলে সয়াবিনের বাম্পার ফলন, চাষে ঝুঁকছে কৃষকরা

0
124

পলাশ দাস, হিজলা: বরিশালের হিজলা উপজেলার মেঘনার কূল ঘেষে ওটা চরাঞ্চলে ধান চাষ বাদ দিয়ে এখন সয়াবিন চাষের দিকে ঝুঁকছে কৃষকরা।

উপজেলা যেদিকে তাকাই সেদিকেই শুধু সয়াবিন আর সয়াবিন এর বাম্পার ফলন স্বস্তিতে সয়াবিন চাষিরা। বিভিন্ন এলাকা ঘুরে চাষিদের সাথে কথা বলে জানা যায় প্রতি একর জমিতে প্রায় ৪০ মণ সয়াবিন পাওয়া যায়। যার মূল্য প্রায় আশি হাজার টাকা। তারা আরো জানায় এটি চাষ করতে খরচ কয়। পরিচর্যা ও কম লাগে।ধানের মন মাত্র পাঁচশত টাকা যা দিয়ে কৃষক খরচ পোশাতে না পারায় সয়াবিনের চাষের দিকে ঝুঁকছে কৃষক।

উপজেলা কৃষি কর্মকর্তা আহসানুল হাবিব আল আজাদ জনি বলেন, এবার হিজলার বিভিন্ন এলাকায় প্রায় সাড়ে ৬ হাজার হেক্টর জমিতে সয়াবিন চাষ করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ এড়াতে পারলে কৃষকদের মুখে ফুটবে হাসি উৎসাহিত হবে আরো অনেক চাষিরা।