ধামরাই শ্রীশ্রী যশোমাধব মন্দিরে রক্তজবা তরুণ সংঘের পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন

0
319

রনজিত কুমার পাল (বাবু), ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধব দেবের মন্দির এর বাৎসরিক ৭৮তম শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ ও অষ্টকালীন লীলা কীর্তন ও মহোৎসব -২০২২ উদযাপন শেষে রক্ত জবা তরুণ সংঘের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক শ্রী সুকান্ত বণিকের উদ্যোগে, রক্ত জবা তরুণ সংঘের সহযোগিতায় পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

ধামরাই পৌরসভার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন রক্তজবা তরুণ সংঘের এ’মহতী উদ্যোগ করোনাকাল থেকেই শুরু হয়েছে ইতিপূর্বে ধামরাই মহাশ্মশান সহ ঐতিহাসিক শ্রীশ্রী যশোমাধব মন্দিরে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে তারই ধারাবাহিকতায় এবারও বৈশ্বিক মহামারী নোভেল করোনা ভাইরাস কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারনে দুবছর নামযজ্ঞ উৎসব বন্ধ থাকার পর এবার করোনার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় শ্রীশ্রী যশোমাধব শ্রীনাম সংকীর্তন উৎসব উদযাপন কমিটির উদ্যোগে হাজার হাজার ভক্তবৃন্দের উপস্থিতিতে নামযজ্ঞ উৎসব ১৭দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে উদযাপন শেষে সমগ্র মন্দির আঙ্গিনা জুড়ে রক্তজবা তরুণ সংঘের সকল সদস্যদের অংশগ্রহণ দিনব্যাপী এ’কার্যক্রম চলে।

এ’সময় রক্তজবা তরুণ সংঘের সভাপতি তমাল ব্যানার্জী মাধব মন্দিরে আগত সকল ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলেন-আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা দয়া করে কেউ মন্দিরে ময়লা ফেলে মন্দিরের পবিত্রতা নষ্ট করবেন না।

সেই সাথে রক্তজবা তরুণ সংঘের সকল সদস্যদের এ’মহতী কাজে অংশ গ্রহণ করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির দপ্তর সম্পাদক ও ধামরাই উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক রনজিত কুমার পাল রক্তজবা তরুণ সংঘের সকল সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ধারাবাহিক ভাবে ঐতিহ্যবাহী শ্রীশ্রী যশোমাধব দেবের মন্দির এর সমগ্র আঙ্গিনায় পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করায়।সেইসাথে সকল সদস্যদের সার্বিক কল্যাণ কামনা করেন