সোনার মাস্ক পরে ভাইরাল ‘গোল্ড ম্যান’ শংকর

0
109

করোনাভাইরাস থেকে বাঁচতে মুখে মাস্ক পরা বাধ্যতামূলক বলে জানিয়েছেন চিকিৎসা বিজ্ঞানীরা। অফিস, বাজার, শপিং মলসহ উপাসনালয়েও পরতে হচ্ছে মাস্ক। অনেকেই মাস্কে নতুন নতুন ডিজাইন করছেন, আনছেন অভিনবত্বও। কিন্তু সব ছাপিয়ে এখন সকলের মুখে মুখে একজনেরই নাম শোনা যাচ্ছে। তিনি ভারতের পুনে শহরের বাসিন্দা শংকর কুরাদে।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, করোনার সুরক্ষাকবচ হিসেবে তৈরি করেছেন সোনার মাস্ক! যার বর্তমান বাজার মূল্য প্রায় ২.৮৯ লাখ রুপি (৩.২৮ লাখ টাকা)। সংবাদমাধ্যমে এক সাক্ষাত্‍কারে শংকর বলেন, ‘মাস্কটি সোনার তৈরি হলেও ওজনে বেশ পাতলা। এর মধ্যে কিছু ছিদ্র রয়েছে, যার ফলে শ্বাস-প্রশ্বাসে কোনো অসুবিধা হয় না। তবে এটি কতটা কার্যকর তা আমি নিশ্চিত নই।’

সোনার তৈরি এই মাস্ক কতটা ভাইরাস প্রতিরোধকারী সে বিষয়ে মাথাব্যাথা না হলেও, শহরে বেশ সাড়া ফেলে দিয়েছেন গোল্ড ম্যান খ্যাত শংকর। শুধু যে মুখেই মাস্ক পড়েছেন তাই নয়, গলাতেও রয়েছে মোটা সোনার চেন। হাতের প্রতিটি আঙ্গুলেই রয়েছে সোনার আংটি। এমন শৌখিন মানুষকে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে শোরগোল পড়ে গেছে।