দেশজুড়ে

গোপালপুরে মাছের পোনা ও মাছের খাবার বিতরণ

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ এন এটি পি-২ এর আওতায় মৎস্য অধিদপ্তর অংশ এর আওতায় ২০২১/২০২২ আর্থিক সালে কার্যক্রমের উপজেলা সমবায় সমিতি কার্যক্রমের মাধ্যমে ১৭ জন সদস্যদের মাঝে মাছের পোনার খাবার বিতরণ করা হয়।

(১৯এপ্রিল) মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর ও গোপালপুর মৎস্য কর্মকর্তা অফিসের আয়োজনে প্রান্তিক মৎস্যজীবীদের মাঝে মাছের পোনা ও খাবার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহি অফিসার মোঃ পারভেজ মল্লিক এর সভাপতিত্বে মাছের পোনা বিতরণ কালে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক, গোপালপুর উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ ভট্টাচার্য, আরো উপস্থিত ছিলেন সমবায় সমিতির সদস্য ও উপকারভোগী বৃন্দ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button