ধামরাইয়ে ইউএনওর স্বাক্ষর জাল করায় ৩ জন গ্রেফতার


রনজিত কুমার পাল (বাবু)ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকা জেলার ধামরাইয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী এর স্বাক্ষর জাল করায় অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ। রবিবার (১৭ই এপ্রিল) রাতে অভিযুক্তদের তাদের নিজ এলাকা থেকে গ্রেফতার করে সোমবার ১৮ই এপ্রিল সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
স্বাক্ষর জালকারী অভিযুক্ত ও গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের জালসা গ্রামের হামিদুল ইসলাম স্বপন,হাতকোড়া গ্রামের আব্দুল কাইয়ুম ও বাইচাইল গ্রামের হামিদুর রহমান জসিম। বিভিন্ন সূত্রে জানা যায়, গাঙ্গুটিয়া ইউনিয়নের জালসা গ্রামের হামিদুল ইসলাম স্বপন নিজের জমিতে শ্যালো মেশিনে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য আব্দুল কাইয়ুমের নিকট প্রয়োজনীয় টাকা জমা দেয়।
এরপর কাইয়ূম ও জসিম দুজন মিলে নিজেরাই বিদ্যুৎ সংযোগের অনুমতিপত্রে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর স্বাক্ষর জাল করে স্বাক্ষর দেন। পরবর্তীতে কুশুরা পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম এর কাছে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহোদয়ের জাল স্বাক্ষরকৃত অনুমতিপত্র জমা দেন হামিদুল ইসলাম স্বপন।
এ’সময় কুশুরা পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম অনুমতিপত্র হাতে পেয়ে ইউএনওর স্বাক্ষর দেখে তার সন্দেহ হলে তিনি তাৎক্ষণিক ভাবে উপজেলা কৃষি কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেন। উপজেলা নির্বাহী অফিসার ইউএনও এর অফিস বিষয়টি তদন্ত করে স্বাক্ষরটি জাল নিশ্চিত হওয়ার পর ইউএনও এর কার্যালয়ের অফিস সহকারী শামীম আহমেদ ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন।
উক্ত মামলার তদন্ত কর্মকর্তা অসীম বিশ্বাস বলেন এ’বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছিল, তা তদন্ত সাপেক্ষে জাল স্বাক্ষরের সত্যতা পাওয়ার অপরাধে অভিযুক্ত ৩ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন এ’বিষয়টি জানার পর তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল,পরবর্তীতে পুলিশ তাদের গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।