দেশজুড়ে

পলাশবাড়ীতে ৬৮০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী আটক

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার পলাশবাড়ীতে ৬৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক। গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা এর সার্বিক তত্ত্বাবধানে ও তদারকিতে এসআই(নিঃ) হৃষিকেশ চন্দ্র বর্মণ এর নেতৃত্বে এএসআই(নিঃ) রাম চন্দ্র প্রামানিক, কং/১০৭১ মোঃ মসফেকুর রহমান, কং/৭২৭ মোঃ ফরহাদ হোসেন, কং/৪৪৮ মোঃ মাহবুব, কং/৫১ মোঃ মোকলেছুর রহমান, ড্রাই কং/৩২৬ মোঃ এনামুল হক, মহাসড়কের উপর গাড়ি চেকিং ডিউটি করাকালে ইয়াবা উদ্ধার ও এক জনকে আটক করে।

১৯ এপ্রিল দুপুর ১ টায় বগুড়াগামী যাত্রী বাহী বাস নুরানী পরিবহন যাহার রেজি নম্বর রংপুর-ব-১১-০০৫৩ থামিয়ে চেকিং করাকালে মোঃ নাগর আলী (২৩), পিতা-মোঃ জুলহক ব্যাপারী, সাং-ইসলামপুর (পোরারচড়), থানা-উলিপুর, জেলা-কুড়িগ্রাম এর পরিহিত জ্যাকেট এর ভিতর কালো কচটেপ দ্বারা বিশেষ ভাবে মোড়ানো ০৪টি জিপার ব্যাগের মধ্যে রক্ষিত ৬৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

এ বিষয়ে পলাশবাড়ী থানার মামলা হয় মামলা নং-২৯,/২০২২, ধারা–২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১)এর ১০(ক)/৪১ রুজু করা হয়।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button