দেশজুড়ে
ধামরাইয়ে জাটকা ইলিশ সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে জরিমানা


রনজিত কুমার পাল (বাবু) ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাই উপজেলার কালামপুরে জাটকা সংরক্ষণ ও বিক্রির দায়ে মাছ ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। অভিযানে ১৫ কেজি আফ্রিকান মাগুর জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে জব্দ করা ১৫ কেজি মাগুর মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
সোমবার (১৮ই এপ্রিল-২০২২)ধামরাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ হাই জকী ইসলামপুর ও কালামপুর এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ নাজনীন নাহার, সহকারী মৎস্য কর্মকর্তা আবুল বাসার, ক্ষেত্র সহকারী মোঃ আমিনুল ইসলাম প্রমূখ।