দেশজুড়ে
ঘাটাইলে চার হোটেল ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা


ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে চার হোটেল ব্যবসায়িকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। আজ সোমবার বিকালে উপজেলা সদরের কলেজ মোড় এলাকায় এ অভিয়ান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) ফারজানা ইয়াসমিন উপজেলা সদরের কলেজ মোড় এলাকার পাঁচতার, তিনতারা, সোদিয়া ও ধানসিড়ি এই ৪টি হোটেলে অভিযান পরিচালনা করেণ। পচাবাসি খাবার বিক্রি ও খাবার তৈরির পরিবেশ না থাকায় ভোক্তা অধিকার ও সংরক্ষন আইনে ওই চার হোটেলের মালিক মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেন। ঘাটাইল থানার পুলিশ অভিযান পরিচালনায় সহায়তা করেণ।