ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্সের ৪র্থ শ্রেণির কর্মচারী ও পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ


রনজিত কুমার পাল (বাবু)ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকা জেলার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চতুর্থ শ্রেণির কর্মচারী ও পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও পাঞ্জাবি বিতরণ করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ও ঢাকা জেলা সিভিল সার্জন ডাঃ আবু হোসেন মোঃ মঈদুল আহসান এর উদ্যোগে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সকল ডাক্তার (চিকিৎসক)দের ব্যক্তিগত অর্থায়নে সহায়তায় এ’স্বাস্হ্য কমপ্লেক্সে কর্মরত চতুর্থ শ্রেণির কর্মচারী ও পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে এ’ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
রবিবার (১৭ই এপ্রিল -২০২২) ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চতুর্থ শ্রেণির কর্মচারী ও পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে ঈদ উপহার সামগ্রী শাড়ি ও পাঞ্জাবি বিতরণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ নূর রিফফাত আরা।
এ’সময় জেলা সিভিল সার্জনের অফিস সহকারী মেহেদী হাসান সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসক,কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের কর্মচারীগন উপস্থিত ছিলেন।
জেলা সিভিল সার্জন অফিস সহকারী মেহেদী হাসান বলেন এ’মহতী কাজে অবদান রাখার জন্য সকল চিকিৎসকদের ধন্যবাদ জানান। ভারপ্রাপ্ত প্রধান সহকারী মিজানুর রহমান বলেন আমার চাকরি জীবনের প্রায় দুই যুগ অতিবাহিত হতে চলছে কখনো আমরা উর্ধ্বতন কর্মকর্তাদের নিকট থেকে কোন উপহার পাইনি।এবারই আমরা প্রথম কিছু উপহার হিসেবে পেলাম এর জন্য সকল উর্ধ্বতন কর্মকতা স্যারদের ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে তাদের জন্য দোয়া করছি।



