দেশজুড়ে

ঈদ উপলক্ষে অতিরিক্ত দাম নিলে কঠোর ব্যবস্থা: মাহমুদুল হাসান

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল ফিতর কে সামনে রেখে কোন ব্যবসায়ী যেন নির্ধারিত মূল্যর বাহিরে দাম নিতে না পারে এজন্য প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে যাচ্ছেন ভোক্তা অধিকার সংরক্ষণ এর সহকারী পরিচালক মাহমুদুল হাসান।
সোমবার দুপুরে ভোলা শহরের গুরুত্বপূর্ণ জায়গায় এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অপরাধে দীপা স্টোর ও নিউ কর্ণার নামের ২ টি কসমেটিকস ব্যবসা প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ভোক্তা অধিকার আইন অনুযায়ী ৩৭ ধারায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

স্টিকার বিহীন ও বিএসটিআইয়ের অনুমোদন বিহীন কসমেটিকস পন্য বিক্রয়ের জন্য দেখতে পাওয়া যায়। এসময় বেশকিছু রড সিমেন্টের ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। তাদেরকে দোকানে ক্রয়ভাউচার সংরক্ষণ ও মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়।

ভোলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক মাহমুদুল হাসান বলেন চলমান রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে যদি কোন ব্যবসায়ী নির্ধারিত মূল্যের পরেও দাম বেশি রাখেন ভোক্তা থেকে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও সংবাদ