দেশজুড়ে

গোপালপুর থানার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

মোঃ নুর আলম, গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর থানা কতৃপক্ষের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ই এপ্রিল) থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত ইফতার মাহফিলে ওসি মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ছোট মনির ।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ পারভেজ মল্লিক, পৌর মেয়র রকিবুল হক ছানা, অতিরিক্ত পুলিশ সুপার কাজী নুসরাত এদীব লুনা, অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) মো. সোহেল রানা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ সহ আওয়ামীলীগের অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, স্থানীয় সাংবাদিক, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button