দেশজুড়ে

ঘাটাইলে কৃষকদের মাঝে বিনা মূল্যে আউশের বীজ বিতরণ

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যেগে প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও আউশ ধানের বীজ বিতরন করা হয়। সোমবার (১৮ এপ্রিল) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঘাটাইলের উদ্যোগে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিফ-১/২০২১-২২ মৌসুমে আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৫ শত জন কৃষকের মাঝে বিনামূল্যে এ সার ও বীজ বিতরণ করা হয়।

প্রতিজন কৃষক ০৫ কেজি আউশ ধান বীজ, ২০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি পেয়ে থাকেন। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম লেবু,উপজেলা নির্বাহী অফিসার মুনিয়া চৌধুরী, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশীদ মিয়া,উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহান,কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা- কর্মচারি, বৃন্দ সাংবাদিক ও উপকারভোগী কৃষকগণ।

বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা বলেন- “আউশ ধান থেকেও আমন ও বোরো ধান চাষে বেশি আগ্রহী। কিন্তু তুলনামূলক ভাবে আউশ ধানে সার ও পানির প্রয়োজন হয় না। অপরদিকে আমন ও বোরো ধানের থেকে আউশ ধানের জাত সমূহ অধিক ফলনশীল। ফলে কৃষকরা কম খরচেই অধিক ফলন পেতে পারেন। যা কৃষি বান্ধব সরকারের খাদ্যে সয়ংসম্পূর্ণতা অর্জনে ব্যাপক অবদান রাখবে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button