দেশজুড়ে

সিরাজগঞ্জে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা

ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের পাশে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আব্দুল হাকিম (৪২) নামের এক দিনমজুর আত্মহত্যা করেছেন। সোমবার (১৮ এপ্রিল) সকাল নয় টার দিকে ধূমকেতু এক্সপ্রেসের চাপায় তার মৃত্যু হয়। নিহত মোহাম্মদ আবদুল হাকিম কামারখন্দ উপজেলার জয়েন বড়ধুল গ্রামের আকছেদ আলীর ছেলে।

রেলওয়ে স্টেশনের প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-রাজশাহীগামী ধুমকেতু ট্রেন স্টেশনে আসলে হঠাৎ নিচে ঝাঁপ দেন হাকিম। তবে আত্মহত্যার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। সিরাজগঞ্জ জিআরপি থানার এসআই আমিরুল ইসলাম এতথ্য নিশ্চিত করে জানান, এক ব্যক্তি রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের নিচে পড়ে কাটা পড়েছে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এই বিভাগের আরও সংবাদ