দেশজুড়ে

বাগেরহাটে র‌্যাবের অভিযানে আটক – ৪

সুব্র ঢালী, স্টাফ রিপোর্টার: বাগেরহাটে চাঞ্চল্যকর হত্যাচেষ্টা মামলার ৪ আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব ৷ রবিবার (১৭ এপ্রিল) বাগেরহাট সদরের ষাট গম্বুজ মসজিদ এলাকা থেকে র‌্যাব-৬ অভিযান চালিয়ে তাদের আটক করে ৷

র‌্যাব জানায়, বাগেরহাটের মোংলা থানার বিনোদ সরকার নামের এক অসহায় ব্যাক্তিকে পূর্বশত্রুতার জেরে আসামীরা মারপিট করে হত্যাচেষ্টা এবং মালামাল লুট করে ৷ এ ঘটনায় ভিকটিমের ভাই কুমুদ সরকার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন ৷ আলোচিত এই হত্যাচেষ্টার মামলার আসামীদের ধরতে র‌্যাব-৬ ষাট গম্বুজ মসজিদ এলাকা থেকে অভিযান পরিচালনা করে মামলার প্রধান আসামী কানাইনগর গ্রামের মোঃ সুলতান হাওলাদার(৫০), সহযোগী আসামী খোকন ঘোষাল(৩০), বেল্লাল খাঁ(৪৫), মোঃ নিয়ামুল ব্যাপারী(৩০) কে আটক করে ৷ গ্রেফতারকৃতদের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে ৷

এই বিভাগের আরও সংবাদ