জাতীয়

দেশের ৬১ জেলা পরিষদ বিলুপ্ত ঘোষণা

দেশের ৬১টি জেলা পরিষদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ হওয়ায় এসব জেলা পরিষদ বিলুপ্ত করেছে সরকার। রোববার (১৭ এপ্রিল) স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, দেশের ৬১টি জেলা পরিষদের মেয়াদ প্রথম সভার তারিখ থেকে পাঁচ বছর উত্তীর্ণ হওয়ায় জেলা পরিষদ আইন ২০০০ এর ৫ ধারা অনুযায়ী পরিষদসমূহ বিলুপ্ত হয়েছে।

আইনের ৮২ ধারা অনুযায়ী এখন থেকে সরকার কর্তৃক জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়ার পূর্ব পর্যন্ত আইনের ৭৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তাদের পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পরিচালনার দায়িত্ব দেওয়া হলো।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button